পুলিশকে স্প্রে করে ২ জঙ্গি ছিনতাই

আগের সংবাদ

ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

পরের সংবাদ

অলিম্পিকের আদলে বিশ্বকাপের উদ্বোধনী

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ , ২:২২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২২ , ২:২৫ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে অলিম্পিকের আদলে। ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নির্দেশনায় আল বায়াত স্টেডিয়ামে ৩০ মিনিট ধরে চলবে এ অনুষ্ঠান। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে বিখ্যাত সংগীতশিল্পী, কোরিয়ান ব্যান্ড দল, আন্তর্জাতিক ও স্থানীয় নৃত্যশিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন। বাংলাদেশ সময় রবিবার (২০ নভেম্বর) রাত আটটায় অনুষ্ঠানটি শুরু হবে।

বিশ্বকে মুগ্ধ করতে চোখ ধাঁধানো অনুষ্ঠান উপহার দিয়ে সব ধরনের চেষ্টা করে গেছে কাতার। বৈশ্বিক মন্দার সময়ে কোটি কোটি ডলার খরচ করেছে দেশটি। আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিভিতে কোটি কোটি মানুষ উপভোগ করবেন অনুষ্ঠানটি।

ফুটবল অনুরাগীদের চমক উপহার দিতেই উদ্বোধনী অনুষ্ঠানের সব কিছুই গোপন রেখেছে ফিফা। গুঞ্জন রয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী সংগীত পরিবেশন করা শাকিরা কাতারে থাকছেন না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাউ ইজ অল স্লোগান প্রচারের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন দল ইকুয়েডর।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়