×

সারাদেশ

মেহেরপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

মেহেরপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

মেহেরপুরে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মেলার উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান ডিজিটাইলাইজেশন আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। বর্মমানে তরুন সমাজের একটি বড় অংশ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানেরও সৃষ্টি করছে। বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতি ছিল ডিজিটাল বাংলাদেশ নির্মানের। যা ইতিমধ্যে রুপান্তার হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলাম খানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জমির মোহাম্মদ আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App