×

বিনোদন

নিজের মৃত্যুতে ‘আরআইপি’ লিখতে বারণ শ্রীলেখার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১২:২১ পিএম

নিজের মৃত্যুতে ‘আরআইপি’ লিখতে বারণ শ্রীলেখার

শ্রীলেখা মিত্র

নিজের মৃত্যুতে ‘আরআইপি’ লিখতে বারণ শ্রীলেখার

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মৃত্যুতে ‘আরআইপি’ অর্থাৎ ‘চিরশান্তিতে থাকুন’ লেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি বলেন, অনুগ্রহ করে আমার মৃত্যুশোকে কেউ ‘আরআইপি’ লিখবেন না। কিন্তু হঠাৎ এমন বার্তা কেন দিলেন তিনি? কলকাতায় তার ভক্ত-অনুরাগীরা ধারণা করছেন, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলাকে স্মরণ করে এই পোস্ট দিয়েছেন তিনি। কিন্তু কিছুসময় পোস্টটি রাখার পর সরিয়েও ফেলেন শ্রীলেখা। তবে ততক্ষণে ভাইরাল হয়ে গেছে তার পোস্টটির স্ক্রিনশট। খবর হিন্দুস্তান টাইমসের।

পোস্টটিতে তিনি উল্লেখ করেন, বয়স তো অনেক হয়েছে, জীবনের এতটা সময়ে অনেক কিছুই দেখেছি। বর্তমানে মা-বাবা নেই, আমার মেয়েটাও বেশ স্বাধীনচেতা। তবে একটা দিক ভালো, যে আমাদের মত বুড়ো বয়স পর্যন্ত লেজ ধরে থাকা লাগে না। কিছু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো শেষ করে জেতে চাই। কোনো খেদ নেই, এমনকি কারো প্রতি কোনো অভিযোগও নেই। মৃত্যুকে আমি ভয় করি না, বরং ওটাকে আমার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু অনেকগুলো লিপস্টিক আছে, কাউকে সেগুলো প্রাণে ধরে দিতে পারব বলে আমার মনে হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App