×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে পর্তুগালের সাহায্য চায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০১:৪৯ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে পর্তুগালের সাহায্য চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পর্তুগালকে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো অবস্থান নেয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ, এমন তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঢাকা-লিসবন দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ সভায় এ আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব ড. ফ্রান্সিসকো আন্দ্রে অংশ নেন। সভা শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে পর্তুগাল ও ইউরোপীয় ইউনিয়ন আরও জোরালো ভূমিকা নেয়, সে বিষয়ে অনুরোধ করেছি।

প্রতিমন্ত্রী জানান, পর্তুগালে একটি স্থায়ী শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের কিছু ভাস্কর্য স্থাপনে সহযোগিতা চেয়েছি। এ ছাড়া দ্বৈত কর পরিহার ও বাণিজ্য সহায়তার জন্য একটি চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App