×

জাতীয়

রাজধানীতে ইলেক্ট্রিক ওভেন বিস্ফোরণে মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১২:১৩ এএম

রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ চৌরাস্তা এলাকায় একটি বিস্কুট কারখানায় ইলেক্ট্রিক ওভেন বিস্ফোরণে মোজাম্মেল (২০) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঢাকার কুইন বেকরী নামে ওই বিস্কেট কারখানারটির ব্যবস্থাপক মো. নাজমুল হাসান জানান, হাশেম রোডে সুপার ফুড কারখানায় কাজ করে মোজাম্মেল। বছরখানেক আগে সে তাদের এই কারখানাটিতে কাজ করতো। সেই সুবাদে রাতে কারখানায় বেরাতে এসেছিল। কারখানার ভিতরে বিস্কেট গড়ম করার ওভেনের সামনে দাড়িয়ে কথা বলছিল সে। এমন সময় ইলেক্ট্রিক ওভেনটি বিস্ফোরণ হয়। এতে মোজাম্মেলের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাড়ি হবিগঞ্জ জেলায়। তবে বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি কেউ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App