×

জাতীয়

ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৯:০০ এএম

ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা

ছবি: ভোরের কাগজ

ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা
ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা
ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা
ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা
ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা
ফের শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা

বিউটি উইথ পারপাজের ভাবনাকে তুলে ধরা ও মানুষের কল্যাণে কাজ করার চিন্তা থেকেই যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের। সমাজের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে মিস ওয়ার্ল্ড। এরই ধারাবাহিকতায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২২ খুঁজছে এমন নারীকে, যার আছে একক লক্ষ্য, অনন্য সৌন্দর্য এবং সারাবিশ্বে খুশির বার্তা ছড়িয়ে দেয়ার প্রবল ইচ্ছা।

যার উজ্জ্বলতায় পৃথিবী আলোকিত হবে, যার বুদ্ধিমত্তায় বিশ্ব বদলে যাবে ভালোর পথে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এভাবেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২২’ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন আয়োজকরা। করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে গ্ল্যামারাস এই প্রতিযোগিতা।

রাজধানীর ডেইলি স্টার সেন্টারের এএস মাহমুদ সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজ ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভিল ফেরদৌস হাসান, এশিয়াটিক থ্রি সিক্সটির উপব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরেশ যাকের এবং মাইন্ডশেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাবেক বিজয়ীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২২’ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য গেøাবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। প্রতিযোগিতার এবারের আসরের বিচারক হিসেবে থাকবেন সারা যাকের ও সাদিয়া ইসলাম মৌ। ইতোমধ্যেই নিবন্ধন শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা সহজেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ এর মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে যে পরিচয়টা আমি বহন করি, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ পরিচয়টা তারচেয়ে বেশি বহন করি। কারণ এর মাধ্যমে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি সবার আগে। আমার জার্নি কঠিন ছিল, তবে একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স ছিল। নিজের পরিচয় গড়ে তোলার পাশাপাশি দেশকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ এই প্রতিযোগিতা।

ইরেশ যাকের বলেন, শুধুমাত্র সৌন্দর্যের প্রতিযোগিতা আমরা করতে চাই না। কারণ পৃথিবী এখন সেখান থেকে সরে এসেছে। শুধু সমাজ দর্শন নয় বিনোদনের উদ্দেশেও আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি। এই বিনোদনটা যেন রুচিশীল হয়।

সাদিয়া ইসলাম মৌ বলেন, আমরা নারীরা এমন কিছু নেই যা করতে পারি না। আমি বিশ্বাস করি, শুধু বিউটি না আরো অনেক ভালো কিছু করার আছে পৃথিবীতে। যারা মিস ওয়ার্ল্ড বাংলাদেশে প্রতিযোগী হবে তোমাদের জন্য আমার অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইল।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২২ এর নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আয়োজনটির ফেসবুক পেজ কিংবা অফিশিয়াল ওয়েব সাইটের http://www.missworldbangladesh.com মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App