×

সারাদেশ

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আবদুল ওয়াদুদ পিন্টু জয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১২:৫৭ এএম

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আবদুল ওয়াদুদ পিন্টু জয়ী

আবদুল ওয়াদুদ পিন্টু

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আবদুল ওয়াদুদ পিন্টুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ২৪ অক্টোবরের আদেশ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭ নভেম্বরের চিঠি অনুযায়ী নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলাবক্স টিটু প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২১ অনুযায়ী আবদুল ওয়াদুদ পিন্টুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে চেয়ারম্যান পদ ব্যতিত স্থগিত হওয়া অন্যান্য পদে আগামী ২৮ নভেম্বর পুনরায় ভোটগ্রহণ করা হবে। গত ১৭ অক্টোবর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ সকল পদে নির্বাচন হওয়ার কথা ছিল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আবদুল ওয়াদুদ পিন্টু ও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আলাবক্স টিটু। কিন্তু যাচাই- বাছাইকালে ঋণ খেলাপি হওয়ার দায়ে মো. আলাবক্স টিটুর মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করেন টিটু সেখানেও তা বাতিল ঘোষণা হয়। পরবর্তীতে তা গড়ায় উচ্চ আদালত ও আপিল বিভাগ পর্যন্ত। সর্বশেষ গত ২৪ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত করে টিটুর মনোনয়ন বাতিল করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App