সুনামগঞ্জ থেকে ৮ হাজার মোটরসাইকেলের বড় শোডাউন নিয়ে একদিন আগেই শুকবার (১৮ নভেম্বর) সকালে সিলেটের গণসমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ ছেড়েছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্র ও আজ শনিবার সুনামগঞ্জসহ সিলেট বিভাগে বিভিন্ন সংগঠনের ব্যানারে পরিবহন ধর্মঘট ডাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সকালে ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
তিনি বলেন, আমাদের সিলেট বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্থ করতে সরকারের অদৃশ্য ইশারায় সমাবেশের আগেরদিন ও সমাবেশের দিন বিভাগ জুড়ে অন্যায়ভাবে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তাই আমরা মোটরসাইকেলে করে সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জেলাসদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৭ থেকে ৮ হাজার মোটরসাইকেল রয়েছে আমাদের সমাবেশ যাত্রায়।
তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সমাবেশে যাওয়ার পথে পুলিশ ও প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে বলে আশা করি। কিন্তু পথিমধ্যে কোথাও যদি কোন ধরণের প্রতিবন্ধকতা তৈরি করা হয় তবে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদেরকেই নিতে হবে।
এদিকে, তিন দফা দাবিতে সুনামগঞ্জে শুক্র ও শনিবার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে গণসমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে গণসমাবেশ করছে বিএনপি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।