×

বিনোদন

মরমি কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

মরমি কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম আর নেই

ছবি: সংগৃহীত

মরমি কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম আর নেই

আশির দশকের মরমি গানের জনপ্রিয় শিল্পী মো. ইব্রাহীম

আশির দশকের মরমি গানের জনপ্রিয় শিল্পী মো. ইব্রাহীম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ঢাকা ক্যান্টনমেন্ট কচুখেতের নিজ ভাসভবনে তিনি মারা গেছেন। শিল্পী ইব্রাহীম দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ছিলেন। ‘কি আছে জীবনে আমার’, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ জনপ্রিয় এসব গানের শিল্পী মো. ইব্রাহীম। এখনও এই গানগুলো গুনগুন করে গেয়ে থাকেন শ্রোতারা। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। গান করেন ১৯৭২ সাল থেকে। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। সবশেষে বিগত ৪-৫ বছর আগে প্রকাশ পায় অ্যালবাম ‘ভাবদরিয়া’। অ্যালবামের বেশির ভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App