×

খেলা

বিশ্বকাপ ফুটবলের ফিকশ্চার, মহারণ শুরু রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৩:৩৬ এএম

বিশ্বকাপ ফুটবলের ফিকশ্চার, মহারণ শুরু রবিবার

ছবি: আনন্দবাজার

বিশ্বকাপ ফুটবলের ফিকশ্চার, মহারণ শুরু রবিবার

ছবি: প্যাভিলন

বিশ্বকাপ ফুটবলের ফিকশ্চার, মহারণ শুরু রবিবার

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের আর মাত্র ৩ দিন বাকি। ক্লাব ফুটবলগুলোতে চলছে আন্তর্জাতিক বিরতি। ফুটবলের এই মহারণ শুরু হচ্ছে আগামী রবিবার। প্রথম দিনই নামছে আয়োজক দেশ কাতার। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা থেকে।

বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। মোট ৩২টি দলকে আটটি গ্রুপে সাজানো হয়েছে দলগুলো।

গ্রুপ এ-তে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস। গ্রুপ সি-তে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি-তে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টিউনিসিয়া।

গ্রুপ ই-তে স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান। গ্রুপ এফ-এ বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি-তে ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন। গ্রুপ এইচ-এ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রি-কোয়ার্টার ফাইনাল ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর।

[caption id="attachment_383276" align="aligncenter" width="1285"] ছবি: আনন্দবাজার[/caption]

কোয়ার্টার ফাইনাল ৯ ও ১০ ডিসেম্বর। দু’টি সেমিফাইনাল ১৩ ও ১৪ ডিসেম্বর।

ফাইনাল ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ।

আমাদের পাঠকদের জন্য নিচে দেয়া হলো কাতার বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি।

[caption id="attachment_383277" align="aligncenter" width="1353"] ছবি: প্যাভিলন[/caption]

কাতার বিশ্বকাপ ২০২২ ফিকশ্চার

প্রথম রাউন্ডের খেলা

তারিখ দল ভেন্যু বাংলাদেশ সময়

২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর আল বায়াত স্টেডিয়াম- রাত ১০টা ২১ নভেম্বর ইংল্যান্ড বনাম ইরান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম- সন্ধ্যা ৭টা ২১ নভেম্বর সেনেগাল বনাম নেদারল্যান্ডস আল থুমামা স্টেডিয়াম- রাত ১০ টা ২১ নভেম্বর যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস আহমাদ বিন আলি স্টেডিয়াম- রাত ১টা ২২ নভেম্বর আর্জেন্টিনা বনাম সৌদি আরব লুসাইল আইকনিক স্টেডিয়াম- বিকাল ৪টা ২২ নভেম্বর ডেনমার্ক বনাম তিউনিসিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম, আর রাইয়ান- সন্ধ্যা ৭টা ২২ নভেম্বর মেক্সিকো বনাম পোল্যান্ড স্টেডিয়াম ৯৭৪- রাত ১০ টা ২২ নভেম্বর ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া আল জানুব স্টেডিয়াম- রাত ১টা ২৩ নভেম্বর মরক্কো বনাম ক্রোয়েশিয়া আল বায়াত স্টেডিয়াম- বিকাল ৪টা ২৩ নভেম্বর জার্মানি বনাম জাপান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম- সন্ধ্যা ৭টা ২৩ নভেম্বর স্পেন বনাম কোস্টারিকা আল থুমামা স্টেডিয়াম- রাত ১০টা ২৩ নভেম্বর বেলজিয়াম বনাম কানাডা আহমাদ বিন আলি স্টেডিয়াম- রাত ১টা ২৪ নভেম্বর সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন আল জানুব স্টেডিয়াম- বিকাল ৪টা ২৪ নভেম্বর উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম- সন্ধ্যা ৭টা ২৪ নভেম্বর পর্তুগাল বনাম ঘানা স্টেডিয়াম ৯৭৪, দোহা- রাত ১০টা ২৪ নভেম্বর ব্রাজিল বনাম সার্বিয়া লুসাইল স্টেডিয়াম- রাত ১টা ২৫ নভেম্বর ইরান বনাম ওয়েলস আহমাদ বিন আলি স্টেডিয়াম- বিকাল ৪টা ২৫ নভেম্বর কাতার বনাম সেনেগাল আল থুমামা স্টেডিয়াম- সন্ধ্যা ৭টা ২৫ নভেম্বর নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম- রাত ১০টা ২৫ নভেম্বর ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র আল বায়াত স্টেডিয়াম- রাত ১টা ২৬ নভেম্বর তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া আল জানুব স্টেডিয়াম- বিকাল ৪টা ২৬ নভেম্বর পোল্যান্ড বনাম সৌদি আরব এডুকেশন সিটি স্টেডিয়াম সন্ধ্যা ৭টা ২৬ নভেম্বর ফ্রান্স বনাম ডেনমার্ক স্টেডিয়াম ৯৭৪ রাত ১০টা ২৬ নভেম্বর আর্জেন্টিনা বনাম মেক্সিকো লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা ২৭ নভেম্বর জাপান বনাম কোস্টারিকা আহমাদ বিন আলি স্টেডিয়াম বিকাল ৪টা ২৭ নভেম্বর বেলজিয়াম বনাম মরক্কো আল থুমামা স্টেডিয়াম সন্ধ্যা ৭টা ২৭ নভেম্বর ক্রোয়েশিয়া বনাম কানাডা খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাত ১০টা ২৭ নভেম্বর স্পেন বনাম জার্মানি আল বায়াত স্টেডিয়াম রাত ১টা ২৮ নভেম্বর ক্যামেরুন বনাম সার্বিয়া আল জানুব স্টেডিয়াম বিকাল ৪টা ২৮ নভেম্বর দক্ষিণ কোরিয়া বনাম ঘানা এডুকেশন সিটি স্টেডিয়াম সন্ধ্যা ৭টা ২৮ নভেম্বর ব্রাজিল বনাম সুইজারল্যান্ড স্টেডিয়াম ৯৭৪ রাত ১০টা ২৮ নভেম্বর পর্তুগাল বনাম উরুগুয়ে লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা ২৯ নভেম্বর ইকুয়েডর বনাম সেনেগাল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাত ৯টা ২৯ নভেম্বর নেদারল্যান্ডস বনাম কাতার আল বায়াত স্টেডিয়াম রাত ৯টা ২৯ নভেম্বর ইরান বনাম যুক্তরাষ্ট্র আল থুমামা স্টেডিয়াম রাত ১টা ২৯ নভেম্বর ইংল্যান্ড বনাম ওয়েলস আহমাদ বিন আলি স্টেডিয়াম রাত ১টা ৩০ নভেম্বর তিউনিসিয়া বনাম ফ্রান্স এডুকেশন সিটি স্টেডিয়াম রাত ৯টা ৩০ নভেম্বর ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া আল জানুব স্টেডিয়াম রাত ৯টা ৩০ নভেম্বর সৌদি আরব বনাম মেক্সিকো লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা ৩০ নভেম্বর পোল্যান্ড বনাম আর্জেন্টিনা স্টেডিয়াম ৯৭৪, দোহা রাত ১টা ১ ডিসেম্বর ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম আহমাদ বিন আলি স্টেডিয়াম রাত ৯টা ১ ডিসেম্বর কানাডা বনাম মরক্কো আল থুমামা স্টেডিয়াম রাত ৯টা ১ ডিসেম্বর জার্মানি বনাম কোস্টারিকা আল বায়াত স্টেডিয়াম রাত ১টা ১ ডিসেম্বর জাপান বনাম স্পেন খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাত ১টা ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল এডুকেশন সিটি স্টেডিয়াম রাত ৯টা ২ ডিসেম্বর ঘানা বনাম উরুগুয়ে আল জানুব স্টেডিয়াম রাত ৯টা ২ ডিসেম্বর সার্বিয়া বনাম সুইজারল্যান্ড স্টেডিয়াম ৯৭৪ রাত ১টা ২ ডিসেম্বর ক্যামেরুন বনাম ব্রাজিল লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা

দ্বিতীয় রাউন্ড

৩ ডিসেম্বর এ১ বনাম বি২ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাত ৯টা ৩ ডিসেম্বর সি১ বনাম ডি২ আহমাদ বিন আলি স্টেডিয়াম রাত ১টা ৪ ডিসেম্বর ডি১ বনাম সি২ আল থুমামা স্টেডিয়াম দোহা রাত ৯টা ৪ ডিসেম্বর বি১ বনাম এ২ আল বায়াত স্টেডিয়াম রাত ১টা ৫ ডিসেম্বর ই১ বনাম এফ২ আল জানুব স্টেডিয়াম রাত ৯টা ৫ ডিসেম্বর জি১ বনাম এইচ২ স্টেডিয়াম ৯৭৪ রাত ১টা ৬ ডিসেম্বর এফ১ বনাম ই২ এডুকেশন সিটি স্টেডিয়াম রাত ৯টা ৬ ডিসেম্বর এইচ১ বনাম জি২ লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা

কোয়ার্টার ফাইনাল

৯ ডিসেম্বর ই১/এফ২ বনাম জি১/এইচ২ এডুকেশন সিটি স্টেডিয়াম রাত ৯টা ৯ ডিসেম্বর এ১/বি২ বনাম সি১/ডি২ লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা ১০ ডিসেম্বর এফ১-ই২ বনাম এইচ১-জি২ আল থুমামা স্টেডিয়াম রাত ৯টা ১০ ডিসেম্বর বি১/এ২ বনাম ডি১/সি২ আল বায়াত স্টেডিয়াম রাত ১টা

সেমিফাইনাল

১৩ ডিসেম্বর ১ম কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম ২য় কোয়ার্টার ফাইনাল জয়ী লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ১টা ১৪ ডিসেম্বর ৩ম কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম ৪র্থ কোয়ার্টার ফাইনাল জয়ী আল বায়াত স্টেডিয়াম রাত ১টা

তৃতীয় স্থান নির্ধারণী

১৭ ডিসেম্বর ১ম সেমিফাইনালের পরাজিত দল বনাম ২য় সেমিফাইনালের পরাজিত দল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রাত ৯টা

ফাইনাল

১৮ ডিসেম্বর ১ম সেমিফাইনালের জয়ী দল বনাম ২য় সেমিফাইনালের জয়ী দল লুসাইল আইকনিক স্টেডিয়াম রাত ৯টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App