হজযাত্রীদের হয়রানি করলে কঠোর শাস্তি

আগের সংবাদ

এবার সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

পরের সংবাদ

রেকর্ড দামে বিক্রি ম্যারাডোনার সেই বল

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৭, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ

আর্জেন্টাইন ডিয়েগো ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ গোল ম্যাচের বলটি কাতার বিশ্বকাপের আগে নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বলটি বিক্রি হয়েছে ২.৪ মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ কোটি টাকা।

ডিয়েগো ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ গোল ম্যাচে ১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার দুটি গোলই করেছিলেন ‘ফুটবলের ঈশ্বর’ ম্যারাডোনা। তবে প্রথম গোলটি নিয়েই যত বিতর্ক। ম্যারাডোনা সেটি ‘পা’ দিয়ে নয়, গোল করেছিলেন ‘হাত’ দিয়ে। ওই ম্যাচটিতে রেফারির দায়িত্বে ছিলেন তিউনিশিয়ার সাবেক রেফারি আলি বিন নাসের।

ইংল্যান্ডের খেলোয়াড়রা গোল বাতিলের আবেদন জানালেও তাতে সাড়া দেননি রেফারি আলী বিন নাসের। ম্যারাডোনা যে হাত দিয়ে গোল করেছেন, তা তিনি ধরতে পারেননি। পরবর্তীতে ম্যারাডোনা এটিকে ‘হ্যান্ড অব গড’ নামকরণ করেন। ওই ম্যাচেই আরেকটি গোল করেন ম্যারাডোনা। যেটিকে গত শতকের সেরা গোল হিসাবে নির্বাচিত হয়। শতাব্দির সেরা গোলের সেই বলটি এতোদিন ধরে সংরক্ষণ করেছেন তিউনিশিয়ান রেফারি আল বিন নাসের।

তিউনিশিয়ার রেফারি নাসের বলেন, ‘এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের একটি অংশ। এটিকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার এটাই সেরা সময়। আমি নিশ্চিত, যিনি এই বল কিনবেন, তিনি তা কোনো না কোনোভাবে মানুষকে দেখতে দেবেন।’

এমকেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়