×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উ. কোরিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১১:৩৮ এএম

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উ. কোরিয়ার

ফাইল ছবি

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে আবারো কঠোর হুঁশিয়ারি জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদেশগুলোকে ভয়ঙ্কর সামরিক জবাব দেয়া হবে।

কোরীয় উপদ্বীপসহ এই অঞ্চলে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর বিষয়ে মার্কিন প্রচেষ্টার ‘ভয়াবহ সামরিক প্রতিক্রিয়া’ সম্পর্কে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদেশগুলোকে সতর্ক করে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি উচ্চারণ করে পিয়ংইয়ং বলেছে, ওয়াশিংটন এমন একটি পদক্ষেপ নিচ্ছে যার কারণে দেশটিকে ‘অনুশোচনা করতে’ হবে। খবর জাপান টাইমস, আল জাজিরা ও সিএনএনের।

এছাড়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সাম্প্রতিক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। সাম্প্রতিক ওই বৈঠকে তিন দেশের নেতারা পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষার সমালোচনা করার পাশাপাশি বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App