×

খেলা

৮৬ বছর বয়সী বডি বিল্ডার কানাজাওয়ার বিশ্বরেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৪:১১ পিএম

৮৬ বছর বয়সী বডি বিল্ডার কানাজাওয়ার বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

জাপানের ৮৬ বছর বয়সে বডি বিল্ডার তোশিসুকে কানাজাওয়া বিশ্বরেকর্ড করেছেন। গত অক্টোবর মাসেই শত শত তরুণ বডি বিল্ডারের সঙ্গে কানাজাওয়া অংশ নিয়েছেন জাপান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের ৬৮তম সংস্করণে। বয়সের হিসাবে এটি একটি বিশ্বরেকর্ড।

তোশিসুকে কানাজাওয়া শরীরচর্চা শুরু করেন মাত্র ২০ বছর বয়সে। ২৪ বছর বয়সে জেতেন জাপান চ্যাম্পিয়নশিপ। ২৭ বছর বয়সে অর্জন করেন ‘মিস্টার জাপান’ খেতাব। ক্যারিয়ারে সব মিলিয়ে ১৫টি চ্যাম্পিয়নশিপ অর্জন করেন কানাজাওয়া। অবসর গ্রহণ করেছিলেন ৩৪ বছর বয়সে।

তবে ৮৬ বছর বয়সেও তিনি জিমে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেন। কানাজাওয়ার চেহারা-শরীর তার অর্ধেক বয়সী অনেক পুরুষের চেয়েও ভালো। এই বয়সেও তাকে শারীরিক কোনো সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হয়নি। কানাজাওয়া ধূমপান, মদপানসহ সম্পূর্ণ অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন না। করেন নিয়মিত শরীর চর্চা। আরও অনেক বছর তরুণ থাকতে চান ৮৬ বছর বয়সী কানাজাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App