×

জাতীয়

৬ ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা প্রত্যাশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৯:১৮ পিএম

৬ ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা প্রত্যাশা

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের পলাতক ছয় ‘জঙ্গি’কে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে এটিইউ।

পলাতক জঙ্গিরা হলেন- মো. আবু জায়িদ, শিবলী আহম্মেদ, মো. ইমাদুল আমিন, আ. রহমান, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি।

তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জঙ্গি সদস্যদের ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন।

সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।

তবে যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করেছে এটিইউ, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সরকার এ পর্যন্ত আটটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ করা হয় ২০০৯ সালের ২২ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App