×

খেলা

৬০০ ফুট লম্বা পতাকা বানালেন আর্জেন্টিনা সমর্থকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

৬০০ ফুট লম্বা পতাকা বানালেন আর্জেন্টিনা সমর্থকরা

মঙ্গলবার ৬০০ ফুট পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা সমর্থকরা। ছবি: সংগৃহীত

দোরগোড়ায় কাতার ফিফা বিশ্বকাপ ২০২২। প্রিয় দলকে নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশও ফুটবল উন্মাদনায় শেষ নেই। শহর, গ্রামে, পথে-ঘাটে, বাড়িতে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। এরই অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকা বানিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ৬০০ ফুট পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা সমর্থকরা।

জানা গেছে, এই বিশাল পতাকা বানানো হয়েছে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে। মঙ্গলবার আর্জেন্টিনা আর মেসির শ্লোগান দিয়ে এই পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন তারা। পরে র‌্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেয় আর্জেন্টিনার ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকাটি।

আর্জেন্টিনার সমর্থক ফরিদ উদ্দিন, আল আমিন হোসেন, সেলিম রেজা, আসাদুজ্জামান উকিল বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়ার মেসিকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবার দুর্দান্ত খেলে ফাইনালে জিতে মেসির হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App