×

আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৯:০৪ এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২

পোল্যান্ডের প্লিজেওডো গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে

# জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো, যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন বলে এই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার পর পরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা। জোটটির সদস্য পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর রয়টার্সের।

নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় বাসিন্দা বলেন, নিহত দুই ব্যক্তি একটি শস্যকেন্দ্রের কাছে ছিলেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের এ ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পোল্যান্ডে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা ব্যুরো জরুরি অধিবেশনে বসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App