×

সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৮:৩৭ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়

ছবি: সংগৃহীত

হেমন্তের শুরুর দিকেই দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছিল শীতের আবহ। বর্তমানে দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভূতির এই জনপদে দিন দিন নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। যেন আগাম বার্তা দিচ্ছে হাড়কাঁপানো শীতের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ (১৬ নভেম্বর) অগ্রহায়ণের শুরুর দিনে সকাল নয়টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা। কুয়াশার পরিমাণ কম থাকায় সকাল সকাল দেখা মিলেছে ঝলমলে রোদের। তবে দিনের বেলা ঝলমলে রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App