×

সারাদেশ

কাউখালীতে প্রতিবন্ধীর স্ত্রীর সিজারের খরচ দিলেন জেলা প্রশাসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

কাউখালীতে প্রতিবন্ধীর স্ত্রীর সিজারের খরচ দিলেন জেলা প্রশাসক

বুধবার জেলা প্রশাসকের পক্ষ থেকে পনের হাজার টাকা এ দম্পতির হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা। ছবি: ভোরের কাগজ

পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী দম্পতির স্ত্রীর সিজারিয়াল অপারেশনের খরচ দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে পনের হাজার টাকা এ দম্পতির হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা।

জানা যায়, কাউখালী উপজেলার চিরপাড়া গ্রামের প্রতিবন্ধী মো. শাহিনের প্রতিবন্ধী স্ত্রী রেনু বেগমকে কাউখালী হাসপাতাল রোডে মা ক্লিনিকে সিজারিয়াল ডেলিভারি করার জন্য নিজ উদ্যোগে ভর্তি করে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ খালেদা খাতুন রেখা। গত ১০ নভেম্বর প্রতিবন্ধী রেনু বেগম সিজারিয়াল অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর খরচ বাবদ এ দম্পতির হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App