দোরগোড়ায় কাতার ফিফা বিশ্বকাপ ২০২২। প্রিয় দলকে নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশও ফুটবল উন্মাদনায় শেষ নেই। শহর, গ্রামে, পথে-ঘাটে, বাড়িতে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। এরই অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকা বানিয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ৬০০ ফুট পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনা সমর্থকরা।
জানা গেছে, এই বিশাল পতাকা বানানো হয়েছে পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে। মঙ্গলবার আর্জেন্টিনা আর মেসির শ্লোগান দিয়ে এই পতাকা নিয়ে গ্রামের সড়কে আনন্দ মিছিল করেন তারা। পরে র্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে টাঙিয়ে দেয় আর্জেন্টিনার ৬০০ ফুট দৈর্ঘ্যর পতাকাটি।
আর্জেন্টিনার সমর্থক ফরিদ উদ্দিন, আল আমিন হোসেন, সেলিম রেজা, আসাদুজ্জামান উকিল বলেন, তাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়ার মেসিকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের আশা, এবার দুর্দান্ত খেলে ফাইনালে জিতে মেসির হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।