×

আন্তর্জাতিক

পোল্যান্ড বিস্ফোরণ: জরুরি বৈঠকে বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১১:১৯ এএম

পোল্যান্ড বিস্ফোরণ: জরুরি বৈঠকে বাইডেন

পোল্যান্ডে বিস্ফোরণের তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

পোল্যান্ডে বিস্ফোরণের পর বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে দেশটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর এতে যোগদান করেন তিনি।

বিস্ফোরণের এ ঘটনায় রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। খবর মস্কো টাইমস, এপির।

আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে নিহত ২

পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে বুধবার স্থানীয় সময় সকালে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে। পোল্যান্ডের দাবি, এটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন এবং এর পর পরই যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোট ন্যাটোর মিত্ররা বিস্ফোরণের তদন্ত শুরু করে।

এছাড়া, পরিস্থিতি বিবেচনায় বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পোল্যান্ডে গিয়ে পড়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষেপ করা নাও হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App