×

খেলা

বিশ্বকাপ চলাকালে যুদ্ধ বন্ধ রাখুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৭:০১ পিএম

বিশ্বকাপ চলাকালে যুদ্ধ বন্ধ রাখুন

ছবি: সংগৃহীত

বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, অন্তত বিশ্বকাপ চলাকালে যুদ্ধ বন্ধ রাখা উচিত। কাতার বিশ্বকাপ চলাকালে যেন ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে সেখানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জি-২০ সদস্য দেশগুলোর প্রতিনিধি ও রাষ্ট্রপ্রধানরা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আপনাদের (বিশ্বনেতাদের) কাছে আমার অনুরোধ, বিশ্বকাপের সময় এক মাসের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতি বা অন্তত কিছু মানবিক করিডোর বাস্তবায়ন করুন। এ জন্য প্রথম পদক্ষেপ হিসেবে পুনরায় সংলাপ শুরুর ব্যবস্থা করুন।’

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই উপসাগরীয় দেশ কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। এর আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে যুদ্ধবিরতি কার্যকরের তোড়জোড় চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App