×

খেলা

আর্জেন্টিনা সমর্থকের রোষানলে জামাল ভূঁইয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

আর্জেন্টিনা সমর্থকের রোষানলে জামাল ভূঁইয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়িতে ডেনমার্কের পতাকা টাঙিয়ে আর্জেন্টিনা সমর্থকের রোষানলে পড়েছেন। তার জন্মস্থান ডেনমার্ক। তাই বিশ্বকাপে জন্মভূমিকে সমর্থন জানাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করে জামাল ভূঁইয়া বলেন, একজন ট্রাফিক পুলিশ আমার বাসায় আসেন। এসে বলেন, তুমি কেন এই ফ্ল্যাগ দিয়েছ? এটা কিসের ফ্ল্যাগ? মানে, ওরা জানেই না যে এটা ডেনমার্কের ফ্ল্যাগ। তখন আমি বুঝিয়ে বলি যে, এটা ডেনমার্কের ফ্ল্যাগ। আর ওখানেই আমার জন্ম। এজন্যই আমি এই ফ্ল্যাগ টানিয়েছি। তখন ট্রাফিক পুলিশ বলছে যে, ও ম্যারাডোনার সাপোর্টার; আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগ টানাতে পারেন? এরপর, আমি ২০ মিনিট ওনাকে বুঝিয়ে একটা বাংলাদেশের জার্সি দিয়েছি। উনি খুশি হয়ে চলে গেছেন।

বিশ্বকাপে ডেনমার্ককে নিয়ে আশাবাদী জামাল বলেন, ওরা এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারে। ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমার দুইজন বন্ধুও আছে, যারা ডেনমার্ক দলে খেলে। তাদের একজন আমার ছোটবেলার বন্ধু। আমি ওদের সাথে একসাথে খেলেছি। এ জন্য আমি ওদের সাপোর্ট করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App