×

শিক্ষা

ইবিতে চারুকলার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত ৩৫ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:২৮ পিএম

ইবিতে চারুকলার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত ৩৫ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় ৫৩৬ জন আবেদনকারীর মধ্যে ১৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ছবি: ভোরের কাগজ

ইবিতে চারুকলার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত ৩৫ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৩৬ জন আবেদনকারীর মধ্যে ১৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনকারীর ৩৫ শতাংশ।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বি ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান প্রমুখ।

চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে এ ইউনিটের জন্য ৯টি, বি উনিটের জন্য ১৫টি ও সি ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App