বিজিবির অভিযান: ভারতীয় রুপি ও ইয়াবাসহ আটক ১

আগের সংবাদ

বার্মিংহ্যামের মেয়রের সম্মানে মেয়র তাপসের মধ্যাহ্ন ভোজ

পরের সংবাদ

পাথরঘাটায় ৩০০ কেজি হাঙরসহ আটক ১

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ , ৫:৪৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৪, ২০২২ , ৫:৪৪ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটায় ৩০০ কেজি হাঙর ও একটি ডিঙি নৌকাসহ মো. মনিরুজ্জামান (৪০) নামে একজনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের দক্ষিণ জন কমান্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট এলাকা থেকে ৩০০ কেজি হাঙর ও একটি ডিঙি নৌকাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। আটক মনিরুজ্জামান পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের মো. শাহজাহান ঘরামির ছেলে। জব্দকৃত হাঙর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর হয়। জব্দ নৌকা ও মনিরুজ্জামানকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়