গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় তার পরণের শার্টের অংশ পেচানো ছিল সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা তাকে শার্টের ওই অংশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশের ময়না তদন্ত হলে সঠিক কারণ জানা যাবে। হত্যা বা অন্য কারণ রয়েছে কিনা তা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।