×

খেলা

ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১০:৪৪ পিএম

ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো যেভাবে

গত ১৫ বছরে এই প্রথম একই সঙ্গে দুটি বিশ্বকাপ ট্রফি জয়ের নজির গড়ল ইংল্যান্ড। এই জয় ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে বাড়তি গর্বের। কারণ এই প্রথম ইংল্যান্ড পর পর বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে ফেলল।

যেসব কারণে এবার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড

# আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই বিশ্বকাপ জেতা সহজ হয়েছে ইংল্যান্ডের।

# ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপ সেরা একাদশে থাকায় প্রত্যেক ক্রিকেটার ব্যাটিংয়ে পারদর্শী।

# ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রয়েছে স্যাম কারেনের। ডেথ ওভারে বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন তিনি।

# ইংল্যান্ডের শিরোপা জয়ে অনন্য অবদান রয়েছে অধিনায়ক জস বাটলারেরও। ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বোলারদের ব্যবহারের ক্ষেত্রেও দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

# ইংল্যান্ডের শিরোপা জয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মহাকাব্যিক ইনিংস খেলেছেন বেন স্টোকস। ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন তিনি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশত রান করে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি।

# বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব রয়েছে। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে অসাধারণ বল করেছেন আদিল রশিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App