×

আন্তর্জাতিক

হিমাচলে ভোটগ্রহণ শেষ, তীব্র লড়াইয়ের আভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:০৪ এএম

হিমাচলে ভোটগ্রহণ শেষ, তীব্র লড়াইয়ের আভাস

ছবি: টিভি৯ বাংলা

ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। রাজ্যের ৬৮টি আসনে শনিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। খবর-টিভি৯ বাংলার।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১২ প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণে প্রায় ৮ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটার ছিলেন ৫৫ লাখের বেশি। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬ শতাংশ।

ভোটগ্রহণ শেষ হলেও চূড়ান্ত ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। বিজেপি চাইছে, আবারও পাহাড়ি রাজ্যটির ক্ষমতায় বসতে। এদিকে ক্ষমতা ফিরে পেতে মরিয়া রাজ্যটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিটি রাজ্যেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ব্যবধান থাকবে খুব কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App