আওয়ামী লীগ নেতা বিপ্লবকে হত্যা করা হয়েছে

আগের সংবাদ

সব দল মাঠে না থাকলে তো খেলা হবে না

পরের সংবাদ

ডিমলায় পাথর জব্দ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৩, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

রবিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চার হাজার ৩শ’ ৭৪ সিএফটি পাথর জব্দ করা হয়।

পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তার তথ্যমতে, জব্দকৃত পাথরগুলো মো. শহিদুল ইসলাম, পিতা বাশার উদ্দিন ও মো. শরিফ উদ্দিন, পিতা বছির উদ্দিনের জমাকৃত জায়গা থেকে জব্দ করা হয়।

সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা ও বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকা সত্বেও বিক্রির জন্য অবৈধভাবে খনিজ বালু-পাথরসমৃদ্ধ তিস্তা নদীর তীর কেটে এমনকি নদী হতে বালু ও পাথর মজুদ করে রাখে স্থানীয় কয়েকটি চক্র।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয়ে আমরা পত্র দিব, তারা প্রতিনিধি দল দিবেন। প্রতিনিধি দিলে আমরা মাইকিং ও বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলাম পরিচালনা করবো।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়