×

সারাদেশ

ফরিদপুরে সমাবেশ শেষ হতেই সচল বাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

ফরিদপুরে সমাবেশ শেষ হতেই সচল বাস

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই সচল হয় বাসের চাকা।

অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই চলাচল শুরু করে বিএনপির সমাবেশের পর।

জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট।

ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যপী ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

তবে বিএনপি নেতারা শুরু থেকেই অভিযোগ করছেন, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App