×

খেলা

নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল অধিনায়ক অ্যালিসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১২:৪৭ এএম

নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল অধিনায়ক অ্যালিসন

ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে বিদায় নিলেও দারুণ ফুটবল খেলেছিল ব্রাজিল। কাতারে ফেবারিট তকমা নিয়েই যাচ্ছে তিতের দল। তবে এবারের দল নিয়ে আশাবাদী ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। তিনি মনে করেন, এখন দলটির সামর্থ্য দেখানোর পালা।

ফিফাকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বলেন, গত বিশ্বকাপের পরে দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। দলে কিছু পরিবর্তন এসেছে। নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলে ঢুকেছে। দলে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় আছে, যারা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের আগমণী বার্তা দিয়েছে, ক্লাবের হয়ে বড় প্রতিযোগিতায় তারা এরই মধ্যে ভালো করেছে।

বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, এই তরুণদের প্রতি আমি আস্থাশীল। বিশ্বাস করি তারা জাতীয় দলের হয়ে পার্থক্য গড়ে দিতে পারবে। কারণ তারা অসাধারণ খেলোয়াড়।

ব্রাজিল গত ১৫ ম্যাচে অপরাজিত। সর্বশেষ সাত ম্যাচে ২৬ গোল করেছেন সেলেকাওরা। বেলজিয়ামের বিপক্ষে গত বিশ্বকাপে হারের পরও কোচকে ছাঁটাই করেনি দেশটির কনফেডারেশন। আসন্ন বিশ্বকাপ শেষেই দায়িত্ব ছেড়ে দেবেন এই অভিজ্ঞ কোচ। সব মিলিয়ে ব্রাজিল দলটির প্রমাণের পালা। দলের মুড খুবই ভালো। আমরা বেশ উচ্ছ্বসিত। সর্বোচ্চ পর্যায়ে সেরা পারফরম্যান্স করছি, ব্যক্তিগত এবং দল হয়ে ভালো খেলছি। ম্যাচের ফলাফল সেটাই প্রমাণ করে।

২৬ সদস্যের ব্রাজিল দল

গোলরক্ষক

আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।

ডিফেন্ডার

অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস), দানিলো (জুভেন্টাস), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (জুভেন্টাস)।

মিডফিল্ডার

কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), এভারতন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড

নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), আন্তনি (ম্যান ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App