×

শিক্ষা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৬:২৬ পিএম

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

শনিবার টিএসসিতে দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত। ছবি: ভোরের কাগজ

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী
অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশব্যাপী যে তাণ্ডব ও আগুন সন্ত্রাস চালিয়েছে পুনরায় সেই অপশক্তির উত্থান ঠেকাতে এবং এটার বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান সম্পর্কে জানান দিতে একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।

 

শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেন তিনি। প্রদর্শনীটি চলবে আগামীকাল (রবিবার) সন্ধ্যা পর্যন্ত। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আগুন সন্ত্রাসের তাণ্ডব ও জনগণের দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও অপ্রকাশিত এমন ৩৮ টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীটিতে। তবে এই সংখ্যাটি বাড়ানো হবে বলে জানান সৈকত।

সার্বিক বিষয়ে তিনি ভোরের কাগজকে বলেন, স্বাধীনতা বিরোধী,মৌলবাদী,দেশ বিরোধী অপশক্তি ও তাদের দোসররা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে জ্বালাও,পোড়াও,অগ্নি সন্ত্রাস,মানুষ হত্যার সহিংসতা চালিয়েছিল সাম্প্রতিক সময়ে সেই পুরনো শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। পূর্বের ন্যায় অগ্নি সন্ত্রাসের শঙ্কা থেকে ছাত্র সমাজকে নিয়ে জ্বালাও-পোড়াও বিরোধী কর্মসূচি হিসেবে দুইদিনব্যাপী আগুন সন্ত্রাসের ভয়বহতার আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে ৩৮ টি আলোকচিত্র আছে।

অগ্নি সন্ত্রাদের হুঁশিয়ারী দিয়ে তিনি আরো বলেন, অগ্নি সন্ত্রাসী অপশক্তি যদি আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে চায় তবে জনগণের স্বার্থে শিক্ষার্থীরা শুধু তাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধই গড়ে তুলবে না, কঠিন হাতে প্রতিহতও করবে।

প্রদর্শনীতে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন বলেন, প্রদর্শনীতে আন্দোলনের নামে সাধারণ মানুষদের আগুনে পুড়িয়ে হত্যা ও জনদুর্ভোগ তৈরি করার বিষয়গুলো দেখেছি। বিষয়গুলো খুব সেন্সিটিভ। শিক্ষার্থীরা এরকম ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। এই প্রদর্শনীটি শিক্ষার্থীসহ বাকিদের সচেতন করে তুলবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক তানভীর সৈকত বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের সুনাম কুড়িয়েছিলেন। করোনা মহামারীর শুরু থেকে প্রথম ও দ্বিতীয় লকডাউনে ১২১ দিন টিএসসি এলাকার ভাসমান মানুষদের দুইবেলা খাবারের ব্যবস্থা করেন সৈকত। প্রতিদিন দু’বেলা গড়ে হাজার খানেক মানুষকে খাইয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে মানবিক কাজে অনুপ্রেরণা যোগাতে জাতিসংঘ কর্তৃক ‘রিয়েল লাইফ হিরো’র স্বীকৃতি পান। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর গেটের সামনে ময়লার ভাগাড় সরিয়ে তৈরি করেছেন এক উন্মুক্ত লাইব্রেরি। এছাড়াও ক্যাম্পাসে অবস্থানকারী পথশিশুদের নিয়েও কাজ করে যাচ্ছেন সৈকত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App