নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল অধিনায়ক অ্যালিসন

আগের সংবাদ

সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

পরের সংবাদ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২ , ১২:৫৩ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১২, ২০২২ , ১২:৫৪ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে স্পেন। দলীয় কোচ লুইস এনরিকে এবার দলে ফিরিয়েছেন আনসু ফাতিকে। তবে ছন্দে থাকা ডেভিড ডি গিয়াকে বাদ দিয়েছেন তিনি।

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক ডিফেন্ডার হুগো গুইললামনের জায়গা পাওয়া। দল ঘোষণার বিষয়ে কোচ লুইস এনরিকে বলেন, গত রাতেই আমার স্টাফদের নিয়ে দল চূড়ান্ত করেছি। দলটি তরুণ সত্যি, তবে ভীত নয়। বিশ্বকাপেও আমাদের ফুটবল দর্শন একই থাকবে।

স্পেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিকো বিলবাও), রর্বাতো সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)।

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আসপিলিকুয়েটা (চেলসি), আইমেরিক লাপোর্ত (ম্যানসিটি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), পাও তোরেস (ভিয়ারিয়াল), হুগো গুইললামন (ভ্যালেন্সিয়া), জর্ডি আলবা (বার্সেলোনা), জোসে গায়া (ভ্যালেন্সিয়া)।

মিডফিল্ডার: সের্গিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি (ম্যানসিটি), কোকে (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্কোস লরিয়েন্ত (অ্যাথলেটিকো মাদ্রিদ), গাভি (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা), কার্লোস সোলের (পিএসজি)।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), ফেরান তোরেস (বার্সেলোনা), দানি অলমো (আরবি লাইপজিগ), পাবলো সারাবিয়া (পিএসজি), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), জেরেমি পিনো (ভিয়ারিয়াল), আনসু ফাতি (বার্সেলোনা)।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়