×

খেলা

বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৯:৩৫ এএম

বাংলাদেশে ফিরছেন ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো

সাফল্য-ব্যর্থতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এ সময় জাতীয় দলের সঙ্গে ছিলেন না রাসেল ডমিঙ্গো। তবে ভারত সিরিজ সামনে রেখে বাংলাদেশে ফিরছেন তিনি। আগামী ১৪ নভেম্বর আসার কথা রয়েছে তার। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে সিরিজে সবকিছু ঠিকঠাক থাকলে দায়িত্বে থাকবেন তিনিই।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানান, ‘আপাতত ১৪ তারিখ সে আসছে, এতটুকু নিশ্চিত। এসেই আমাদের ‘এ’ দলের সঙ্গে যোগ দিবে হয়তো। আমাদের আলোচনা রয়েছে, তার দায়িত্ব কী থাকবে, এর সবকিছুই সেখানে সিদ্ধান্ত হবে।’

বিসিবি সূত্রে জানা গেছে, সবকিছুর আগে বাংলাদেশে এসে এক বছরের পরিকল্পনা ক্রিকেট বোর্ডকে দেবেন ডমিঙ্গো। তার পরিকল্পনা উঠবে বিসিবির পরবর্তী বোর্ড সভাতে। সেখানে অনুমোদন পেলেই বিসিবির সঙ্গে পথচলা দীর্ঘ হবে ডমিঙ্গোর। এদিকে পেস বোলিং কোচ অ্যানাল্ড ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ ভারত সিরিজ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি ছিল। কিন্তু বিসিবি তার কাজে সন্তুষ্ট হয়েছে।

এর আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ‘ভারত সিরিজ অনেক হাইভোল্টেজ সিরিজ। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আমাদের আন্তঃবিভাগীয় যে সমন্বয় সভা, সেগুলো আমরা নিয়মিত করছি। আমরা সুবিধাগুলো দেখছি। আপনারা জানেন যে, ঢাকা ও চট্টগ্রামে খেলা হবে। আমরা দেখছি এই দুই ভেন্যুর ফ্যাসিলিটিজে কোনো কিছু রক্ষণাবেক্ষণ বা সংযোজনের প্রয়োজন আছে কিনা। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

বিশ্বকাপ পর্যন্তই সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরামের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে তার সঙ্গে নতুন করে চুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। সুজন জানিয়েছেন, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। সেরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নাই। আমার মনে হয়, হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, দল কেবলই ফিরেছে। হয়তো এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো হবে।’

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল মাঠে নামবে ৪ ডিসেম্বর। পরবর্তী দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরে ১৪ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট। শেষ টেস্ট মাঠে গড়াবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App