সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদের সঙ্গে কাজ করবেন তাইবু। আফতাবকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে দলটি লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।
গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।