×

আন্তর্জাতিক

ইউক্রেনকে সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৪:৩২ পিএম

ইউক্রেনকে সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ইউক্রেনকে নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে আরও ৪০ কোটি ডলার মূল্যের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১০ নভেম্বর) পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর নির্মম এবং নৃশংস হামলা চালাচ্ছে রাশিয়া। এ হামলা ঠেকাতে কিয়েভের জন্য আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেয়া গুরুত্বপূর্ণ।

চারটি স্বল্পপাল্লার, অতিগতির অ্যাভেঞ্জার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্র ঘোষিত এ প্যাকেজে। এ ছাড়াও রয়েছে এইচএডব্লিউকে ক্ষেপণাস্ত্র, যা স্পেন সরবরাহ করতে সম্মত হয়েছে। প্যাকেজের আওতায় ইউক্রেনকে কামান, মর্টার ও প্রচুর গোলাবারুদ দেয়া হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App