×

মুক্তচিন্তা

ব্রিটিশ আইন আর কত দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১২:২৬ এএম

ব্রিটিশ আইন আর কত দিন

১৭৫৭ সালে পলাশী যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা হারাই। এর পর প্রায় ২০০ বছর ব্রিটিশরা আমাদের শোষণ করে। কত আন্দোলন, সংগ্রাম আর ত্যাগের পর আমরা আজ স্বাধীন জাতি, তা আমাদের সবার জানা। কিন্তু দুঃখের বিষয় এই যে, আজো ব্রিটিশ আইন দিয়ে দেশ চলে। বাংলাদেশের শাসনতন্ত্র ৩টি বিভাগ (আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ) দ্বারা নিয়ন্ত্রিত হয়। আইনসভা তথা পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা ও বিদ্যমান আইনগুলোর প্রয়োজন অনুযায়ী সংশোধনী আনা। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। সংসদ ভবনকে আর আইনসভা মনে হয় না, এটা যেন এখন রাজনৈতিক দলগুলোর ঝগড়ার আস্তানা। বাংলাদেশের অধিকাংশ আইন ব্রিটিশ আমলে পাসকৃত। আইনগুলোর অনেক বিধান বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যহীন। অনেক বিধান আছে যেগুলো পড়লে একেবারেই হাস্যকর মনে হয়। পেনাল কোডের কথাই বলা যাক। পেনাল কোডের ধারা ৬৭-এ বলা হয়েছে কাউকে যদি সর্বোচ্চ ৫০ টাকা অর্থদণ্ড করা হয় এবং সে যদি উক্ত অর্থদণ্ড দিতে ব্যর্থ হয় তাহলে তাকে সর্বোচ্চ ২ মাসের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে। এমনিতে ৫০ টাকা অর্থদণ্ড শুনলে হাসি পায়, তার ওপর আবার বলা হচ্ছে ৫০ টাকা না দিলে ২ মাস জেলে থাকতে হতে পারে। এর পর একই ধারায় বলা হচ্ছে ৫১-১০০ অর্থদণ্ড অনাদায়ের জন্য ৪ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং ১০১ টাকা এর উপরে যে কোনো অর্থদণ্ড অনাদায়ের জন্য ৬ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পেনাল কোড ১৮৬০ সালের আইন। ১৮৬০ সালের ৫০/১০০ টাকার মূল্য হয়তো এখনকার কয়েক লাখের সমান। কিন্তু এখন উক্ত অ্যামাউন্টগুলো বড়ই বেমানান। এর পর দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর ধারা ৩০ এ বলা হয়েছে আদালত যদি মনে করেন ন্যায়বিচার নিশ্চিত করতে কাউকে সাক্ষী হিসেবে উপস্থিত করা প্রয়োজন তাহলে তাকে উপস্থিত করার জন্য আদালত সমন জারি করতে পারেন। আর ৩২ ধারায় বলা হচ্ছে কেউ যদি ৩০ ধারার আদেশ অমান্য করে তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ৫০০ টাকা জরিমানা দেয়া থেকে রক্ষা পেতে কে আদালতে হাজির হবে! এর পর ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর বিভিন্ন জায়গায় [যেমন ৩১, ২৯গ ধারায়] দ্বীপান্তরের কথা উল্লেখ রয়েছে, যা বর্তমানে প্রচলিত নয়। যদিও পেনাল কোড এ দ্বীপান্তরকে কারাদণ্ড হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। এভাবে শর্টকাটে কাজ না সেরে সংশোধনীর মাধ্যমে দ্বীপান্তরকে কারাদণ্ডে প্রতিস্থাপিত করলে ভালো হতো নাকি!

মো. রবিউল : শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App