×

মুক্তচিন্তা

বিশ্বকাপ : আমাদের উদযাপন ও অসঙ্গতির কথা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১২:২৭ এএম

বিশ্বকাপ : আমাদের উদযাপন ও অসঙ্গতির কথা

প্রথমবারের মতো বিশ্বের কোনো আরব দেশে শুরু হতে যাচ্ছে ফুটবলের সর্ববৃহৎ ও জনপ্রিয় আসর কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। ফুটবলপ্রেমীদের কাছে এ যেন মহা আনন্দের সংবাদ। পৃথিবীর প্রায় সব দেশেই ফুটবল বেশ জনপ্রিয় ও উপভোগ্য। বহুল প্রতীক্ষার পর আর অল্পকিছু দিনের মধ্যেই ফুটবলের মহোৎসব কাতার বিশ্বকাপ-২০২২ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই ফুটবলপ্রেমী সব দেশেই এ উৎসবের আমেজ প্রত্যক্ষ করা যাচ্ছে। আমাদের দেশও সেই তালিকার বাইরে নয়। ফুটবলপ্রেমীদের গায়ে গায়ে পছন্দের দলের টি-শার্ট, ভবন আর বাসা বাড়ির উচ্চ স্থানে পতাকা উড্ডয়ন, দেয়ালে দেয়ালে পছন্দের দলের পেইন্টিংয়ের সবই যেন সেই মহোৎসবকে স্বাগত জানানোর জন্যই। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, বিশেষত ফেসবুকে পছন্দের দলের প্রচারণা আর সেই দলকে সেরা দাবি করে চলছে পোস্টিং। এক কথায় এই উৎসবকে বরণ করে নেয়ার সব প্রস্তুতি চলছে অতি উৎসুকভাবে। এতক্ষণ আলোচিত হলো এই উৎসবের ইতিবাচকতা। এবার আসুন তার নেতিবাচক দিকগুলো নিয়ে আলোকপাত করি। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই প্রতিবারের আসরে অন্যান্য দেশের মতো আমরাও উদযাপন করতে ব্যাপক অর্থ ব্যয় করি সমর্থিত দলের অহেতুক প্রচার-প্রচারণা চালাতে। বিশেষত প্রতিযোগিতার মনোভাব আর প্রবণতা থেকে চলে এই প্রচারণা। কে কার থেকে দীর্ঘ পতাকা তৈরি করবে, কত বর্গমিটার দেয়ালে পেইন্টিং করবে তার প্রতিযোগিতায় অযথাই বিপুল অর্থ ব্যয় হয়ে যায়। আমরা প্রত্যক্ষ করছি বর্তমানে বিশ্ব অর্থনীতি এক সংকটাবস্থা দিয়ে দিনযাপন করছে। যার প্রভাব আমাদের দেশের কাঁধেও চেপেছে বেশ ভারি বোঝা হয়ে। যার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃৃদ্ধিজনিত নানাবিধ সমস্যার উদ্ভব হয়েছে। এমনকি বিশ্লেষকরা অদূরেই দুর্ভিক্ষ সংঘটনের আভাসও পাচ্ছেন। এমতাবস্থায় আমাদের অযথা ব্যয় পরিহার করে সঞ্চয়ের প্রবণতা আর মিতব্যয়িতার নীতি মেনে চলা বাঞ্ছনীয়। আমরা চাইলেই এসব অযথা ব্যয় না করে সেই অর্থ ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করতে পারি মানবিকতার খাতিরে। আমাদের সেই অর্থ অসংখ্য অনাহারির পেটে অন্ন জোগাতে পারে। উল্লেখ্য, আমাদের পছন্দের দলের অতিরঞ্জিত প্রচারণার ফলে সেসব দলের পতাকায় ছেয়ে যায় দোকান-পাট, বেসরকারি নানা প্রতিষ্ঠানসহ আমাদের বাসা-বাড়ির উচ্চ জায়গাগুলো। যা আমাদের দেশের নিজস্ব পতাকার জন্য অসম্মানজনক। আবার প্রতি আসরেই আছে বিশৃঙ্খলা, দলাদলি, মারামারি, আর কিশোর গ্যাংগুলোর উৎপাতের নজির। আমাদের দেশে ফুটবলপ্রেমীদের কাছে ঐতিহ্যবাহী প্রধান দুটি দল হলো আর্জেন্টিনা আর ব্রাজিল। প্রতি আসরেই এই দুই দলের সমর্থকদের মধ্যে দ্ব›েদ্বর কারণে ঘটে নানা অনাকাক্সিক্ষত আর অপ্রীতিকর ঘটনা। যা আমাদের সামাজিক স্থিতিশীলতা আর শৃৃঙ্খলার ব্যত্যয় ঘটায়। পরিশেষে উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে আমাদের যথেষ্ট মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সংযত থেকে শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ ফুটবল আসরকে উপভোগ করতে হবে।

সাইদুর রহমান শাহিদ : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App