×

জাতীয়

এইচএসসি প্রশ্নে লেখক আনিসুল হককে আক্রমণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

এইচএসসি প্রশ্নে লেখক আনিসুল হককে আক্রমণ

ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি পরীক্ষাকে ঘিরে বিতর্ক থামছেই না। গত ৬ নভেম্বর ঢাকা ও কুমিল্লা বোর্ডের দুটি সৃজনশীল প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ ওঠে। পরে সেটি ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার একটি প্রশ্নপত্রে লেখক ও সাংবাদিক আনিসুল হককে হেয় করার অভিযোগ উঠেছে। এই বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রবিবার (৬ নভেম্বর) কারিগরি বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের একটি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে লেখক আনিসুল হকের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘২১শে বইমেলায় তাড়াহুড়ো করে তিনি বই প্রকাশ করেন। পাঠকদের কাছে তার লেখা খাপছাড়া মনে হয়। ফলে পাঠকদের কাছে তিনি সমাদৃত হন না।’

কারিগরি বোর্ডের ওই প্রশ্ন পত্রের ১ নম্বর প্রশ্নে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা হয়। এরপর প্রশ্ন করা হয়েছে- ‘লেখা ভালো হইলে সুনাম আপনি আসিবে” উক্তিটি ব্যাখ্যা কর; “আনিসুল হক কোন কারণে ব্যর্থ? তা “বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন” রচনার আলোকে ব্যাখ্যা কর।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App