×

আন্তর্জাতিক

ডোনেৎস্ক ছাড়বে না কিয়েভ: জেলেনস্কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১২:০২ পিএম

ডোনেৎস্কের এক সেন্টিমিটার ভূখণ্ড কিয়েভ ছাড়বে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির পূর্বাঞ্চলীয় ডোনেৎস্ক প্রদেশকে রাশিয়ার করায়ত্ত করে ফেলা প্রসঙ্গে এমন হুঁশিয়ারি জানান তিনি।

গত মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়া। তবে যুদ্ধের অবস্থা অপরিবর্তনীয় রয়েছে। খবর কিয়েভ পোস্ট, সিএনএনের।

এদিকে, বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয় দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় রুশ হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত ও অপর ২৪ জন আহত হয়েছেন। রাশিয়া বিস্ম্ফোরকবাহী ড্রোন, রকেট ও ভারী কামান এবং যুদ্ধবিমান দিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে হামলা চালাচ্ছে। মঙ্গলবার রাতে খেরসনের উত্তরে স্নিহুরিভকা শহরে রুশ ও ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষের সূত্রপাত হয় ও মঙ্গলবার দিনিপ্রোতে ড্রোন হামলায় রুশ বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App