×

আন্তর্জাতিক

গণতন্ত্রের জয়: বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ডেমোক্র্যাটদের জন্য ‘এটি কঠিন রাত ছিলো’ বলেও বর্ণনা করেন তিনি।

গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে হোয়াইট হাউসে বাইডেন এসব কথা বলেন। খবর সিএনএনের।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমসহ অনেকেই বলেছিল এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশব্যাপী রিপাবলিকানদের ‘লাল ঢেউ’ বয়ে যাবে। তবে তেমনটি হয়নি।

এ সময় যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য সুখকর’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গণতন্ত্র বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিলো। এটি গণতন্ত্রের জন্য ভালো একটি দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App