×

খেলা

শুরুতেই আফ্রিদির হুঙ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

শুরুতেই আফ্রিদির হুঙ্কার

ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিডনির ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

টস জিতে ব্যাট করতে এসে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারালো নিউজিল্যান্ড। শাহীন আফ্রিদির বলে ব্যাট চালিয়ে লাইন মিস করেন ফিন। এবারও তাঁকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন ফিন।

১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ১ রানে উইলিয়ামসন ও ৫ রানে আছেন কনওয়ে।

অতীত ইতিহাস কিন্তু পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এর আগে আইসিসির বিশ্বকাপ ইভেন্টে তিনবার সেমিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান। যার সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান।

তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। সেটা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। চারবার জিতেছে পাকিস্তান, দুবার জিতেছে নিউজিল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App