×

সারাদেশ

লালমনিরহাটে বিএসএফ গুলিতে দুই রাখাল নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

লালমনিরহাটে বিএসএফ গুলিতে দুই রাখাল নিহত

ফাইল ছবি

লালমনিরহাটর আদিতমারী উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী দুই রাখাল নিহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচির সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস করুনী (৩২) ও একই এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।

এ বিষয়ে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মহাম্মদ আলীর সংগে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশী রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে গেলে গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে আয়নাল ও ওয়াস করুনীর মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জমশের আলী বলেন, গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে আদিতমারী অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি ভোরের কাগজকে বলেন, বিএসএফের, গুলিতে নিহত ওয়াস কুরুনীর বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম বলেন, আমরা এ ধরনের ঘটনার কথা শুনেছি। তথ্য সংগ্রহ করছে আমাদের লোকজন। এ ব্যাপারে পরে জানানো হবে।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App