×

খেলা

বিজিএমইএ কাপ ২০২২ এর গ্র্যান্ড ফিনালে ১১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

বিজিএমইএ কাপ ২০২২ এর গ্র্যান্ড ফিনালে ১১ নভেম্বর

ছবি: ভোরের কাগজ

৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে আগামি ১১ নভেম্বর  শুক্রবার বিকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। বিজিএমইএ কাপ ২০২২ চ্যাম্পিয়নশীপ জিততে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্ধিতা করবে বান্দো ডিজাইন লি: এবং স্নোটেক্স আউটার ওয়্যার লি:।

বুধবার  (৯ নভেম্বর) ঢাকায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ফাইনাল ম্যাচ সম্পর্কে সাংবাদিকদের একথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক মো: ইমরানুর রহমান।

৭ম বিজিএমইএ কাপ ইন্টার-গার্মেন্টস ফুটবল টূর্নামেন্ট-২০২২ শুরু হয়েছিলো গত ২৯ সেপ্টেম্বর, যেখানে দেশের ১৬টি পোশাক কারখানার মধ্যম ও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্মকর্তারা অংশগ্রহন করেন।

টূর্নামেন্ট আয়োজনে বিজিএমইএ’কে যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করছে, তারা হলো: পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে তুরাগ একটিভ; প্লাটিনাম স্পন্সর হিসেবে শেলটেক, বিইউএফটি, ফারিহা গ্রুপ। গোল্ড স্পন্সর হিসেবে ক্লাব ১১, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল লি:, পোরসেলানোসা বাংলাদেশ, স্প্যারো, নিপা গ্রুপ, অ্যানট্রিক্স সলিউশনস লি: সহযোগিতা প্রদান করেছে।

ব্রডকাস্ট পার্টনার হিসেবে টি-স্পের্টস; ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা; ফিটনেস পার্টনার হিসেবে সলিউশনস বিডি; এবং ভেন্যু পার্টনার হিসেবে উত্তরা কল্যান সমিটি মাঠ সহযোগিতা প্রদান করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App