বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মন্তব্য
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে রূপপুরের কাজ পিছিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও প্রকল্প কাজ শেষ করতে খুব একটা বিলম্ব হবে না।
বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, যুদ্ধের পাশাপাশি করোনা মহামারির কারণেও রূপপুর সঞ্চালন লাইনের কাজ কিছুটা পিছিয়েছে। সাবস্টেশনের কাজ দুইপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তার পরও আশা করছি, নির্ধারিত সময়েই সব শেষ করা সম্ভব হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।