×

জাতীয়

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৮:৪৭ পিএম

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি

ফাইল ছবি

প্রশাসনকে ১৫ দিনের সময় দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
এইচএসসির প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রশ্নপত্র প্রণয়নে জড়িতদের গ্রেপ্তারে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৮ নভেম্বর) ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে এই দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বলছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার না করা হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা সভায় বলেন, প্রশাসনে ও রাজনৈতিক দলে থাকা সাম্প্রদায়িক শক্তিগুলো আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কাজল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অ্যাড. সুব্রত চৌধুরী, বাসুদেব ধর, মিলন কান্তি দত্ত, ড. প্রশান্ত কুমার রায়, জয়ন্ত সেন দীপু, জয়ন্তী রায়, মঞ্জু ধর, মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. তাপস কুমার পাল, অ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, রবীন্দ্র নাথ বসু, পদ্মাবতী দেবী, প্রাণতোষ আচার্য শিবু, অধ্যাপক রঞ্জিত কুমার নাথ, দিপালী চক্রবর্তী, ব্যারিস্টার তাপস কান্তি বল, কাজল কুমার দাস, অলকা ঘোষ, রাহুল বড়ুয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App