×

সারাদেশ

পদ্মা সেতু নিয়ে গুজবে একজনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

পদ্মা সেতুতে শিশুর মাথা দিতে হবে এমন গুজব ছাড়ানোর অভিযোগে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার অপরাধ ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রাজশাহী সাইবার ক্রাইম আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রাজিব (১৯) রাজশাহীর দূর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি রাজিব তার ফেসবুক আইডিতে ২০১১ সালের অক্টোবর মাসে ‘বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ কাজে বাধা পড়েছে’ এই সেতু নির্মাণে এক লাখ শিশুর মাথা লাগবে। বাংলাদেশের প্রধান মন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। ওই দল মাথা সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে বিচরণ করছে। তাদের কাছে রয়েছে নানান ধরনের চাকু ও অচেতন গ্যাস। যা ১০-১৫ হাত দূর থেকে নিক্ষেপ করে মানুষকে অজ্ঞান করা হচ্ছে। তারপর নিরাপদ স্থানে গিয়ে নারী ও শিশুর মাথা কাটা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App