×

সারাদেশ

দুটি পোয়া মাছ বিক্রি ৮ লাখে 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

দুটি পোয়া মাছ বিক্রি ৮ লাখে 

ছবি: ভোরের কাগজ

দুটি পোয়া মাছ বিক্রি ৮ লাখে 

ছবি: ভোরের কাগজ

সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়েছে বিরাট দুটি পোয়া মাছ। জেলেরা জানিয়েছেন, মাছ দুটির ওজন ৫৬ কেজি। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে পোয়া মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ীরা দ্বীপে তিন লাখ টাকা হাঁকান।

জেলেরা জানান, সোমবার রাতে দ্বীপের বাসিন্দা জেলে আবদুল গণির নেতৃত্বে পাচঁ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। পরে মঙ্গলবার ভোরে দ্বীপে পশ্চিম পাড়াস্থল সাগরে জাল তুললে দুটি বড় পোয়া মাছ পাওয়া যায়। মাছ নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, সেন্টমার্টিনের জেলেদের জালে ধরা পড়া ৫৬ কেজি ওজনের পোয়া মাছ দুটি বেশি দামের বিক্রির জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

  [caption id="attachment_381348" align="aligncenter" width="1150"] ছবি: ভোরের কাগজ[/caption]

দ্বীপের ইউপি সদস্য ফয়েজুল ইসলাম জানান, জেলে আবদুল গণির জালে দুটি বড় পোয়া মাছ ধরা পড়েছে। মাছগুলো স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৩ লাখ টাকায় হাঁকান। কিন্তু মূল্য আশানুরূপ না হওয়ায় মাছ দুটি বেশি দামে বিক্রির উদ্দেশে কক্সবাজার নিয়ে যান। সেখানে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক সওদাগর ৮ লাখ টাকায় মাছ দুটি কিনে নিয়েছে বলে জানিয়েছেন সেন্টমার্টিনের মাছ ব্যবসায়ী নুর আহমেদ। তিনি জানান, জেলে আবদুল গণি পোয়া মাছ দুটি নিয়ে সেন্টমার্টিন থেকে প্রথমে টেকনাফ শহরে নিয়ে আসে। পরে আমিসহ কক্সবাজার গিয়ে ৮ লাখ টাকায় বিক্রি করি।

এছাড়া, জেলে গণি' ২০১৮ সালের ১৪ নভেম্বর ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়ে, সেটি বিক্রি করেন ১০ লাখ টাকায়, ২০২০ এর নভেম্বর মাসে এসে আবারো গণি'র জালে পোয়া মাছ আটকা পড়ে সেটি বিক্রি হয় ৬ লাখ টাকায়। আজ আবারো নভেম্বর মাসে এসে জোড়া পোয়া মাছ ধরা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App