×

পুরনো খবর

খুলনায় শিশু ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

খুলনার সোনাডাঙ্গা বিহারী কলোনী এলাকার এক শিশুকে ধর্ষণের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার অপর চারজন আসামি অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদেরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মোরশেদুল ইসলাম শান্ত ওরফে শান্ত বিশ্বাস , শেখ শাহাদাত হোসেন, মো. রাব্বি হাসান পরশ, মো. মাহামুদ হাসান আকাশ, কজী আরিফুল ইসলাম প্রীতম ও মো. মিম হোসেন। তবে শান্ত বিশ্বাস, শাহাদাত হোসেন ও প্রীতম পলাতক রয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল (পিপি) ফরিদ আহমেদ জানান, গেল ২০১৯ সালের ১ জুলাই সোনাডাঙ্গা থানাধীন ফারাজীপাড়া বিকে রায় রোডের বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাবের কথা বলে ৬ বন্ধু মিলে ধর্ষণ করে। এসময় আরও তিনজন সেখানে ধর্ষণের চিত্র ভিডিও ধারন করে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আজ এই মামলার ৬ আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায় , ঘটনার দুদিন আগে আসামি মোরশেদুল ইসলাম শান্তর সাথে ভিকটিমের পরিচয় হয়। ওই সূত্র ধরে আসামি শান্ত ২০১৯ সালের ২৯ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে ডেকে নেন। ওই স্কুলছাত্রীর বাড়ি নগরীর ডালমিল মোড়ের বি কে রায় রোডে। শান্ত বিশ্বাস তাকে নগরীর বিহারী কলোনি মোড়ের নুরুনবী আহমেদের ভাড়া বাসার নিচতলায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ভিডিও ধারণ করা হয়। পরে ভিকটিমকে ধারণকৃত ওই ভিডিও দিয়ে ভয় দেখিয়ে অন্যান্যরা পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের পর আসামিরা ভিকটিমকে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ধ্যার দিকে ছেড়ে দেয়। পরে ঘটনাটি ভিকটিম বড় বোনকে খুলে বললে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেরদিন বড় বোন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ৯ জন আসামির নাম উল্লেখ মামলা দায়ের করেন। একই বছরের ১৩ নভেম্বর ১০ জন আসামির নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ৩০ জনের মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App