×

জাতীয়

উন্নয়ন বাজেটের ৭৪ ভাগই পায় ঢাকাসহ ৬ জেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১১:০৭ পিএম

উন্নয়ন বাজেটের ৭৪ ভাগই পায় ঢাকাসহ ৬ জেলা

ভার্চ্যুয়াল সংলাপে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৬ জেলা দেশের উন্নয়ন বাজেটের ৭৪ ভাগই পেয়ে থাকে বলে এক সমীক্ষা গবেষণায় জানা গেছে। বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট বরাদ্দের খাত ও জেলাভিত্তিক বিন্যাস’র ওপর পরিকল্পনাবিদ মো. রিদওয়ানুর রহমান ও অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এ সমীক্ষা গবেষণা পরিচালনা করেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত এক ভার্চ্যুয়াল নগর সংলাপে সমীক্ষা গবেষণার সারাংশ উপস্থাপন করা হয়।

নগর সংলাপের মূল প্রবন্ধে আইপিডি’র নির্বাহী পরিচালক ড.আদিল মুহাম্মদ খান বলেন, সমগ্র দেশের সুষম নগরায়ন নিশ্চিত করতে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন কমানোর সাম্প্রতিক বেশ কিছু উদ্যোগ চলমান আছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বাজেট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রামসহ বেশ অঞ্চলে এখনও তুলনামূলক বেশি বরাদ্দ পাচ্ছে। কিন্তু বাংলাদেশের সুষম নগরায়নে পিছিয়ে পড়া রংপুর, বরিশাল, রাজশাহী অঞ্চলসমূহে বাজেট বরাদ্দ ও অর্থনৈতিক উদ্যোগ আরও বাড়াবার প্রয়াস নেয়া প্রয়োজন।

মূল প্রবন্ধে সমীক্ষা প্রতিবেদনের সারাংশে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাজেট বরাদ্দে আবাসন ও নাগরিক সুবিধাদি খাতে ঢাকা জেলা ৩৭ ভাগ, চট্টগ্রাম জেলা বরাদ্দ পেয়েছে ১৭ ভাগ। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ৬টি জেলা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ মোট বরাদ্দের প্রায় ৭৪ ভাগ পেয়েছে, বিপরীতে সর্বনিম্ন বরাদ্দপ্রাপ্ত ২৫টি জেলা পেয়েছে মোট বরাদ্দের প্রায় ৬ ভাগ। এ ক্ষেত্রে সবচেয়ে কম বরাদ্দ পাওয়া কয়েকটি জেলা হচ্ছে, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, বরগুনা যাদের প্রত্যেকের প্রাপ্তি শতকরা ০.২০ ভাগের মতো।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বাজেট বরাদ্দে যৌথভাবে ‘আবাসন ও নাগরিক সুবিধাদি’ এবং ‘স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতকে বিবেচনা করা হলে জেলাভিত্তিক বরাদ্দের অসমতা কিছুটা কমে আসে। সেক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ঢাকা জেলার প্রাপ্তি শতকরা ২২.৭২, চট্টগ্রামের ১১.৭৫, গাজীপুরের ৫.২৩, কক্সবাজারের ৩.৫১ ভাগ। এক্ষেত্রে সর্বনিম্ন বরাদ্দপ্রাপ্ত জেলাগুলোর মধ্যে অন্যতম ঝালকাঠি, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, মেহেরপুর, নড়াইল যাদের প্রত্যেকের প্রাপ্তি শতকরা ০.৫০ ভাগ।

উন্নয়ন গবেষক পরিকল্পনাবিদ মো. রেদওয়ানুর রহমান বলেন, দেশের উন্নয়নের বিকেন্দ্রীকরণে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নাগরিক সুবিধাদি মাঝারি আয়তনের শহরে ছড়িয়ে দেয়া প্রয়োজন। এক্ষেত্রে বিভাগীয় শহর ও ১৭টি পুরাতন বৃহত্তর জেলাকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। অঞ্চলভিত্তিক উন্নয়ন বৈষম্য কমাতে চীনের অনুসৃত সকল অঞ্চলকে গুরুত্ব দেয়ার কৌশল অনুসরণের পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App