×

জাতীয়

নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলার প্রতিবেদন ১১ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলার প্রতিবেদন ১১ ডিসেম্বর

ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আদালত নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাফায়েত এ তথ্য জানান।

তিনটি মামলা হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলায় মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

গত ১৭ এপ্রিল রাত ১২টায় ও পরদিন দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী-দোকানকর্মীদের সংঘর্ষ হয়। এতে দোকান কর্মচারী মুরসালিনসহ নাহিদ হাসান নামে আরেক কুরিয়ারকর্মী নিহত হন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষ থেকে আহত হন আরো অর্ধশতাধিক।

এ ঘটনায় নিহত নাহিদের বাবা নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। আর পুলিশ বাদী হয়ে আরো দুটি মামলা করেন। একটি হলো পুলিশের ওপর হামলা, অন্যটি বিস্ফোরক আইনের মামলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App